দিল্লিতে পরাজয় মেনে নিচ্ছে বিজেপি, ফল ঘোষণার আগেই পোস্টার

‘পরাজয়ে আমরা হতাশ হই না’

দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে আজ মঙ্গলবার সকালে। এখনো চলছে গণনা। গত ১০ বছর থেকে রাজ্যে ক্ষমতাসীন আম আদমি পার্টির কাছে কেন্দ্রে দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন বিজেপির বড় ব্যবধানে পরাজয়ের পূর্বাভাস মিলছে ভোট গণনায়।
BJP poster
ছবি: সংগৃহীত

দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে আজ মঙ্গলবার সকালে। এখনো চলছে গণনা। গত ১০ বছর থেকে রাজ্যে ক্ষমতাসীন আম আদমি পার্টির কাছে কেন্দ্রে দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন বিজেপির বড় ব্যবধানে পরাজয়ের পূর্বাভাস মিলছে ভোট গণনায়।

সর্বশেষ সংবাদ অনুযায়ী, আম আদমি পার্টি ৭০টি আসনের মধ্যে এগিয়ে রয়েছে ৫৪টিতে।

প্রথমে নিজেদের নিরঙ্কুশ বিজয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি এখন কথা বলছে উল্টো সুরে।

দিল্লির বিজেপি কার্যালয়ে পোস্টার টাঙ্গানো হয়েছে। তাতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বড় মাপের ছবি।

ছবির পাশে লেখা রয়েছে, “আমরা যেমন জয় পেয়ে অহংকারী হয়ে যাই না তেমনই পরাজয়ের ফলে হতাশও হয়ে পড়ি না।”

ভোট গণনার আগে বিজেপি নেতারা যে আত্মবিশ্বাস দেখিয়েছিলেন দিল্লিতে সরকার গঠনের বিষয়ে, ভোট গণনা যতই এগিয়েছে ততই দেখা গেছে তাদের আশা ক্রমশই নিরাশায় পরিণত হচ্ছে।

বিজেপির নিরাশ নেতাকর্মীদের উৎসাহ যোগাতে দলটি এমন পোস্টার প্রকাশ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ভোট গণনার শুরু থেকেই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির জয়ের সুবাস পেয়ে দলীয় কার্যালয়ের সামনে ভিড় করেছেন দলের নেতাকর্মীরা। আর বিজেপি শিবিরে ‘হতাশ’ না হওয়ার আহ্বান।

Comments

The Daily Star  | English
Sheikh Hasina's Sylhet rally on December 20

Hasina doubts if JP will stay in the race

Prime Minister Sheikh Hasina yesterday expressed doubt whether the main opposition Jatiya Party would keep its word and stay in the electoral race.

1h ago