পাথরবোঝাই ট্রাকের চাপে ভেঙে পড়ল বেইলি ব্রিজ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ এলাকায় ধারণ ক্ষমতার অতিরিক্ত পাথরবোঝাই ট্রাক ওঠায় একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরিশাল-স্বরূপকাঠি আঞ্চলিক সড়ক যোগাযোগ।
আজ মঙ্গলবার সকাল ৬টায় ব্রিজটি ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে পড়ে যায়। দুর্ঘটনার কারণে ব্রিজের দুই পাশের সড়কে আটকা পড়েছে কয়েকশ যানবাহন।
মাধবপাশা ইউনিয়ন পরিষদের সদস্য মানিক দ্য ডেইলি স্টারকে বলেন, “বেইলি ব্রিজটি বানারীপাড়ার প্রবেশ মুখে। দুর্ঘটনার পরে ট্রাকটির চালক এবং তার সহযোগীর কোনো খোঁজ পাওয়া যায়নি।”
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, “ট্রাকটিতে ব্রিজের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পাথর ছিল, যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ট্রাকটি উদ্ধারে বরিশাল, বানারীপাড়া ও বাবুগঞ্জের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।”
Comments