মুহম্মদ জাফর ইকবালের গান-গল্পে চলচ্চিত্র
পরিচালক আবু রায়হান জুয়েল সরকারি অনুদানের সিনেমা ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’র কাজ শুরু করতে যাচ্ছেন। সিনেমাটির জন্য প্রথমবারের মতো গান লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। তার লেখা ‘রাতুলের দিন রাতুলের রাত’ উপন্যাস অবলম্বনে তৈরি করা হচ্ছে সিনেমাটি।
আগামী ১৩ মার্চ থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। এর মূল চরিত্রে অভিনয় করবেন সিয়াম ও পরীমণি। আরও রয়েছে শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশীষ খন্দকার এবং ১৮ শিশুশিল্পী।
সিয়াম আহমেদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেছেন, “স্কুলে পড়াকালে মুহম্মদ জাফর ইকবালকে একবার বনভোজনে পেয়েছিলাম। তাকে একবার ছুঁতে চেয়েছিলাম। কিন্তু, সেদিন পারিনি, আজ সেই ছুঁতে চাওয়ার স্বপ্ন আরও বড় কিছু দিয়ে সত্যি হতে যাচ্ছে।”
“এই ছবির গল্প নিয়ে অনেকদিন থেকে পরিচালকের সঙ্গে কথা হচ্ছে,” উল্লেখ করে তিনি আরও বলেন, “আমার অনেক পছন্দের উপন্যাস থেকে সিনেমাটি হচ্ছে। কাজটি শেষ করতে পারলে নতুন কিছু হবে বলে আমার বিশ্বাস।”
পরীমণি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেছেন, “সুন্দরবনে ঘুরতে যাওয়ার পরিকল্পনা অনেকবার করলেও নানা কারণে যাওয়া হয়নি। সেখানে গিয়ে অ্যাডভেঞ্চার করার ইচ্ছা ছিল। এবার শুটিংয়ের মাধ্যমে আমার প্রথমবার সুন্দরবন যাওয়া হবে। সেই সঙ্গে অ্যাডভেঞ্চারের স্বাদ পূরণ হবে।”
বঙ্গবিডির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’ ছবিটির সহ প্রযোজনা করবে বঙ্গবিডি। এখানে সম্পৃক্ত থাকতে পেরে আমরা আনন্দিত।”
‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’ ছবির চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন।
Comments