পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাকে জেলা কারাগারে নেওয়ার আদেশ দেন আদালত।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, “মেডিকেল টেস্টের জন্য সকালে ওই গৃহবধূকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে মামলা করেছেন।”
ধর্ষণের শিকার নারীর বরাত দিয়ে তিনি আরও বলেন, “এর আগেও ভয়-ভীতি দেখিয়ে তার শ্বশুর এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। বিষয়টি গোপন থাকবে না বলে তিনি পুত্রবধূকে বাবার বাড়িতে যেতে দিতেন না।”
পুলিশ জানায়, আনুমানিক ৮ মাস আগে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি শ্বশুর বাড়িতেই ছিলেন। তবে তার স্বামী কর্মসূত্রে অন্য জায়গায় থাকেন। গতকাল তার শ্বশুর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। সে সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে থানায় সোপর্দ করেন।
Comments