চীনের ‘মাস্কধারী’ প্রেসিডেন্ট
করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করছে পারছে না চীন, এক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে দেশটির কর্তৃপক্ষ, দেশ-বিদেশে এমন সমালোচনার মধ্যেই মুখে মাস্ক পরে জনসম্মুখে আসতে দেখা গেলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির বরাত দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
গতকাল সিসিটিভিতে ৪২ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে দেখা যায়, রাজধানী বেইজিংয়ের রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন শি জিনপিং। আশপাশের ভবন থেকে উঁকি দেওয়া লোকজনের উদ্দেশ্যে হাত নাড়ছেন। ভাইরাস আক্রান্তদের সেবাদানকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। এমনকি নিজের স্ক্রিনিং পরীক্ষাও করিয়ে নিচ্ছেন। তবে পুরোটা সময় মুখে মাস্ক পরে ছিলেন শি জিনপিং।
বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করেছে চীন
করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে ইতোমধ্যে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করেছে চীন।
এর মধ্যে আছেন হুবেই স্বাস্থ্য কমিশনের প্রধান ও কমিউনিস্ট পার্টির হুবেই অঞ্চলের সেক্রেটারি। এরাই প্রদেশটির সবচেয়ে বড় পদে দায়িত্বরত ছিলেন বলে জানা গেছে।
এ দুজনের পরিবর্তে চীনের কেন্দ্রীয় স্বাস্থ্য কমিশনের উপপরিচালক ওয়াং হেসহেংকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও, ‘অনুদান ব্যবস্থাপনা’ নিয়ে ‘কর্তব্যে অবহেলার’ কারণ দেখিয়ে স্থানীয় রেডক্রসের উপপরিচালককেও বরখাস্ত করেছে চীন।
দেশটির সরকারি হিসাবে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৮ জন। আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৩৮ জন।
Comments