মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ, চিকিৎসা নিতে ও থানায় যেতে বাধা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। ঘটনা ধামাচাপা দিতে ওই শিক্ষার্থীকে চিকিৎসা নিতে ও থানায় যেতে বাধা দেয়া হয় বলে অভিযোগ করেছে শিক্ষার্থীর পরিবার।
ধর্ষণের ঘটনার ৪৮ ঘণ্টা পরে শিক্ষার্থীর খালার মামলার পর জেলার ভূরুঙ্গামারী উপজেলা থেকে গতকাল সোমবার ওই যুবককে গ্রেপ্তার করে র্যাব-১৩ এর একটি দল।
পরে রাতে আসামিকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়। ধর্ষণ মামলার আরেক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
গত ৬ ফেব্রুয়ারি ফুলবাড়ীতে খালার বাড়ি বেড়াতে গেলে ধর্ষণের শিকার হয় মাদ্রাসা শিক্ষার্থী। আসামি ও তার পরিবারের লোকজন আপোষের কথা বলে শিক্ষার্থীর চিকিৎসা ও থানায় যেতে বাধা দেয়। পরে গ্রামবাসীর সহায়তায় শিক্ষার্থীর চিকিৎসা নিশ্চিত করা হয়।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার মাদ্রাসা শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।
Comments