ভারতে ডেনিম কারখানায় আগুন, নিহত ৭
ভারতের আহমেদাবাদে ডেনিমের একটি কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত সাত জন নিহত হয়েছেন। গত শনিবার রাতে নন্দন ডেনিম কারখানায় আগুন লাগে।
২২ ঘণ্টার চেষ্টায় রোববার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
পুলিশের বরাতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শনিবার পাঁচ জনের ও রোববার দুপুরে আরো দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আগুনের ঘটনায় কারখানার পরিচালক, মহা ব্যবস্থাপক এবং অগ্নি নিরাপত্তা কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও ফায়ারসার্ভিস জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোতলা ভবনের নিচতলায় আগুন লাগে। এসময় কারখানায় ৬০ জন শ্রমিক কাজ করছিলেন। অনেকেই বেরিয়ে আসতে পারলেও বেশ কয়েকজন আটকা পড়ে। নিচ তলায় বাতাস চলাচলের কোনো ব্যবস্থা ছিল না।
আহমেদাবাদের অতিরিক্ত প্রধান দমকল কর্মকর্তা রাজেশ ভাট বলেন, “৫৫ জন দমকলকর্মী সেখানে যান এবং ২২ ঘণ্টা সময় লাগে আগুন নিয়ন্ত্রণে। কারখানার ডেনিম, অন্যান্য কাপড় এবং যন্ত্রপাতিতে আগুন জ্বলছিল। যারা আটকা পড়েছিলেন তারা সবাই নিচতলাতেই ছিলেন। আমরা আগুন লাগার কারণ এখনও জানতে পারিনি। ফরেনসিক প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি”।
Comments