আম আদমির কাছে বিজেপির ভরাডুবি

দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেতে চলেছে আম আদমি পার্টি (আপ)। ৭০ আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মাত্র সাতটিতে এগিয়ে রয়েছে।
ছবি সৌজন্য: দ্য স্টেটসম্যান

দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেতে চলেছে আম আদমি পার্টি (আপ)। ৭০ আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মাত্র সাতটিতে এগিয়ে রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় প্রত্যাবর্তন করবে অরবিন্দ কেজরিওয়ালের সরকার।

 

সর্বশেষ খবর অনুযায়ী ৭০টি আসনের মধ্যে ৬৩টিতে বিপুল ব্যবধানে এগিয়ে আছে আপ। সাতটি আসনে এগিয়ে আছে বিজেপি। অন্যদিকে কংগ্রেস একটি আসনও পায়নি।

নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভের মুখে থাকা বিজেপি দিল্লিতে নির্বাচনী প্রচার প্রচারণার সময়ে সমালোচনার মুখে পড়ে। অন্যদিকে স্বাস্থ্য, শিক্ষা, বিনামূল্যে বিদ্যুৎ ও পানি ব্যবস্থাপনার মতো উন্নয়নমূলক কাজ করে দেখিয়েছে আপ।

বিজয় নিশ্চিত হওয়ার পর কেজরিওয়াল বলেছেন, “এই জয়ের আমার নয়। এটি দিল্লির জয়, সেই সমস্ত পরিবারের জয়, যারা আমাকে তাদের সন্তান হিসেবে দেখেছে। যে পরিবারগুলো ২৪ ঘণ্টা পানি, বিদ্যুৎ পেয়েছে।”

মঙ্গলবার বিকেলে নীল সাদা বেলুন নিয়ে উৎসাবে মাতেন আপের নেতা-কর্মী-সমর্থকরা।

২০১৫ সালের বিধানসভা নির্বাচনে ৬৭টি আসনে জয় লাভ করেছিল আপ। সেবছর নির্বাচনে বিজেপি তিনটি আসনে জয় পায়।

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Professor Muhammad Yunus for a road map to the reforms and the next general election.

1h ago