সব প্রবীণ পাবেন বয়স্ক ভাতা

সরকার ২০২৫ সালের মধ্যে দেশের সব প্রবীণদের বয়স্ক ভাতার আওতায় আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
জাতীয় সংসদের অধিবেশনের ফাইল ছবি

সরকার ২০২৫ সালের মধ্যে দেশের সব প্রবীণদের বয়স্ক ভাতার আওতায় আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য মীর মোশতাক আহমেদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “২০২৫ সালের মধ্যে ৬৫ বা তার বেশি বয়সী পুরুষ এবং ৬২ বা তার বেশি বয়সী নারীদের ভাতা দেয়ার পরিকল্পনা আছে সরকারের।”

এসময় মন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বয়স্ক ভাতা কর্মসূচির আওতায় প্রতিবছর ১০ শতাংশ মানুষ যুক্ত হচ্ছে।

২০১৯-২০ সালে সারাদেশে প্রায় ৪৪ লাখ মানুষকে বয়স্ক ভাতা দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

13h ago