খড়ের গাদায় অগ্নিদগ্ধ শিশুর মৃত্যু
পঞ্চগড়ের দেবীগঞ্জে খেলার ছলে খড়ের গাদায় দেওয়া আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত রাইয়ান (৫) পঞ্চগড় পৌরসভার জালশি রৌশনবাগের রকিবুত তারেকের ছেলে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হাসান টেলিফোনে জানান, কয়েকদিন আগে রাইয়ান পঞ্চগড় থেকে তার দাদার বাড়ি দেবীগঞ্জ বেড়াতে আসে। বিকেলে একটি খড়ের গাদার পাশে অন্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছিল সে। একপর্যায়ে বাচ্চাদের মধ্যে কেউ খড়ের গাদায় আগুন জ্বালিয়ে দেয়।
আগুন থেকে অন্য বাচ্চারা বেঁচে গেলেও, রাইয়ান দগ্ধ হয়।
পরে, খবর পেয়ে দমকলকর্মীরা এসে আগুন নিভিয়ে লাশ উদ্ধার করে, বলেন ওসি রবিউল।
Comments