সাভারে ৫৫০ কেজি অনুমোদনহীন মহিষের মাংস জব্দ
সাভারে অভিযান চালিয়ে একটি বাসা ও দুটি দোকান থেকে ৫৫০ কেজি অনুমোদনহীন হিমায়িত মহিষের মাংস জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনায় এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড ও দুই জনকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের ভাটপাড়া বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন একটি বাসা ও সাভার উপজেলার হেমায়েতপুরের মোল্লা মার্কেটের মাংসের দোকানে অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় মোল্লা সুপার মার্কেটের মো. সুমনের দোকান থেকে ৬০ কেজি হিমায়িত মহিষের মাংস ও লাল রং জব্দ করা তাকে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া মার্কেটের আরেক ব্যবসায়ী মো. ফারুক হোসেনের (৩৫) দোকান থেকে ৪০ কেজি হিমায়িত আমদানি নিষিদ্ধ মহিষের মাংস জব্দ করা হয়। তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, সাভার পৌর ভাটপাড়ার এলাকার এনামুল হক (৩৪) এর বাসায় অভিযান চালিয়ে ৪৫০ কেজি হিমায়িত মহিষের মাংস জব্দ করা হয়। তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব জানায় জব্দকৃত মহিষের মাংস ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।
Comments