বায়ুদূষণে বিশ্বে দৈনিক খরচ ৮০০ কোটি ডলার
বায়ুদূষণের কারণে প্রতিদিন বিশ্বে ৮০০ কোটি ডলার ব্যয় হয়। বছরে ২.৯ ট্রিলিয়ন ডলার, যা সারাবিশ্বের মোট জিডিপির ৩.৩ শতাংশ।
সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) এবং গ্রিনপিস সাউথ ইস্ট এশিয়ার গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
আজ বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে বায়ুদূষণের কারণে সারাবিশ্বে ২.৯ ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে।
বায়ুদূষণে সবচেয়ে বেশি ব্যয় বহন করে চীনের মূল ভূখণ্ড, যুক্তরাষ্ট্র এবং ভারত। প্রতিবছর চীন ৯০ হাজার কোটি ডলার, যুক্তরাষ্ট্র ৬০ হাজার কোটি ডলার এবং ভারত ১৫ হাজার কোটি ডলার খরচ করে।
৪৪ পাতার গবেষণা প্রতিবেদনে জীবাশ্ম জ্বালানির কারণে বায়ুদূষণ এবং তাতে অকাল মৃত্যুর পরিসংখ্যান উঠে এসেছে।
এতে বলা হয়, বাতাসে জীবাশ্ম জ্বালানির ক্ষুদ্র কণার কারণে প্রতিবছর ৪৫ লাখ মানুষের অকাল মৃত্যু হয়। চীনে এ সংখ্যা ১৮ লাখ এবং ভারতে প্রায় ১০ লাখ।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে ৪২ লাখ মানুষের মৃত্যু হয়। বেশিরভাগই মারা যায় হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের ক্যান্সার এবং শিশুদের তীব্র শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে।
“বায়ুদূষণের কারণে আমাদের স্বাস্থ্য ও অর্থনীতি দুইই হুমকির মুখে। এটি লাখো মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, সেইসঙ্গে এর জন্য হাজার কোটি ডলার খরচ হচ্ছে,” বলেন গ্রিনপ্রিস ইস্ট এশিয়ার সদস্য মিনউ সান।
তবে এই সংকটের সমাধানও আমরা জানি। রূপান্তরিত জ্বালানি, ডিজেল ও পেট্রলচালিত গাড়ির সংখ্যা কমানো এবং গণপরিবহন বাড়ানোর কথা বলেন তিনি।
Comments