আগামী ২ বছর মাসে ১ লাখ করে টাকা পাবেন বিশ্বজয়ী যুবারা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতা বাংলাদেশ যুব দলের প্রত্যেক ক্রিকেটারের জন্য দুই বছরের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দুই বছর প্রতি মাসে এক লাখ করে টাকা পাবেন ক্রিকেটাররা। যুবাদের সংবর্ধনা দেওয়ার পর সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বোর্ড প্রধান নাজমুল হাসান।
Nazmul Hasan and akbar ali
ছবি: বিসিবি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতা বাংলাদেশ যুব দলের প্রত্যেক ক্রিকেটারের জন্য দুই বছরের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দুই বছর প্রতি মাসে এক লাখ করে টাকা পাবেন ক্রিকেটাররা। যুবাদের সংবর্ধনা দেওয়ার পর সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বোর্ড প্রধান নাজমুল হাসান।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিশ্বজয়ী যুবাদের বরণ করে নেয় বিসিবি। কাটা হয় কেক, পোড়ানো হয় আতশবাজি। এরপর সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল জানান, আকবর আলি-রকিবুল হাসানদের দক্ষতা ও স্কিল আরও বাড়াতে যত রকমের সুযোগ-সুবিধা দেওয়া দরকার, সবকিছুরই ব্যবস্থা করবেন তারা।

যুবাদের পরিচর্যার জন্য নতুন একটি ইউনিট গঠনের কথা বলেন নাজমুল, ‘আমরা ঠিক করেছি, অনূর্ধ্ব-২১ একটি ইউনিট আমরা গঠন করব। এই অনূর্ধ্ব-১৯ দলটার জন্য আগামী দুই বছর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করব। স্পেশালাইজড ট্রেনিং, তাদের স্কিল বাড়ানোর জন্য। আর এই দুই বছর প্রতি মাসে প্রত্যেকে এক লাখ টাকা করে পাবে। এটা দুই বছরের চুক্তি।’

দেশের জন্য গৌরবের উপলক্ষ নিয়ে আসা ক্রিকেটারদের জন্য বোর্ড নিজেদের সর্বোচ্চটাই করবে বলে জানান তিনি, ‘দুই বছর পর যদি আমরা দেখি যে তাদের উন্নতি হয়েছে, তারা ভালো খেলছে, তাহলে অবশ্যই চুক্তি নবায়ন করা হবে। আর যদি দেখি কারো বিচ্যুতি ঘটেছে পারফরম্যান্সের, সেভাবে উন্নতি হচ্ছে না, তাহলে সে চুক্তি থেকে বাদ পড়বে। বোর্ড থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তাদের জন্য যত রকমের সুযোগ-সুবিধা দরকার, আমরা সব ব্যবস্থা করব।’

Comments

The Daily Star  | English
BNP office in Nayapaltan

Column by Mahfuz Anam: Has BNP served its supporters well?

The BNP failed to reap anything effective from the huge public support that it was able to garner late last year.

8h ago