খুলনায় ট্রাক চাপায় রাজমিস্ত্রী নিহত
খুলনায় ট্রাক চাপায় এনামুল কবির (৫০) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে দারোগার লিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এনামুলের বাসা শহরের মোক্তার হোসেন সড়কে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তার স্ত্রী হোসনে আরা বলেন, “ফজরের নামাজ পড়ে আনুমানিক সকাল সাড়ে ৬টায় সাইকেলে কাজে যাচ্ছিলেন তিনি। দারোগার লিজ এলাকায় পৌঁছালে বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এনামুল কবিরের মৃত্যু হয়।”
লবণচোরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খায়ের বলেন, “রূপসা সেতু থেকে জিরো পয়েন্টের দিকে যেতে মহাসড়কের বাম পাশে দারোগার লিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ভারী কোনো যান ট্রাক কিংবা বাসের চাপায় ঘটনাস্থলেই এনামুল মারা গেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।”
Comments