শিশু হত্যায় শিশু আটক
নিখোঁজের পর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রাম থেকে সোমা খানম নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য শিশুসহ দুইজনকে আটক করা হয়েছে।
সোমা উপজেলার রাতইল ইউনিয়নের চাপ্তা গ্রামের মো. মিজান শেখের মেয়ে। সে চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
আজ বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। কাশিয়ানী থানার উপপরিদর্শক গনেশ বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, “দুর্বৃত্তরা শিশুটির গলা এবং হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে। জিজ্ঞাসাবাদের জন্য আজিম মোল্লা (৩০) ও ১২ বছর বয়সী এক শিশুকে আটক করা হয়েছে।”
তিনি আরও বলেন, “গতকাল চাপ্তা রেলওয়ে স্টেশন থেকে নিখোঁজ হয় সোমা। রাতে গ্রামবাসী একটি পরিত্যক্ত ভিটায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন।”
Comments