পুলিশি নির্যাতনের চিত্র তুলে ধরলেন জামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ করায় দিল্লির জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের অকথ্য নির্যাতনের অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল ঠেকাতে পুলিশ তাদের পথ আটকে দেয় এবং ‘পরিকল্পিতভাবে’ তাদের ওপর নির্যাতন চালায়।
সেসময় পুলিশ ছাত্রদের স্পর্শকাতর স্থানে আঘাত করে এবং ছাত্রীদের হিজাব ছিঁড়ে ফেলে — এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর দিল্লিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলেও প্রতিবেদন উল্লেখ করা হয়েছে।
পুলিশের হামলার আহত কয়েকজন শিক্ষার্থী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তারা গণমাধ্যমের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের কথা তুলে ধরেন। তারা সংবাদ সম্মেলনে কমপক্ষে ২০ জন আহত হওয়ার কথা বলেন।
অন্য ছাত্রী দাবি করেন, “পুলিশ কর্মীরা আমার উরুর উপর উঠে দাঁড়িয়ে পড়েন। আমার একটা লিগামেন্ট ছিঁড়ে গেছে। ওরা আমার হিজাবও ছিঁড়ে ফেলেছেন। তারা আমাকে অকথ্য গালিগালাজও করেছে।”
শুধু অভিযোগ নয়, শিক্ষার্থীরা তাদের আহত হওয়ার প্রমাণ হিসেবে মেডিকেল রিপোর্টও দেখান।
পুলিশ এসব অভিযোগ অস্বীকার করেছে। দক্ষিণ-পূর্ব দিল্লির ডিসিপি আরপি মীনা সংবাদমাধ্যমকে বলেছেন, “আমাদের বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ মিথ্যা। বরং আমাদেরই কয়েকজন পুলিশ সদস্য হেনস্থার শিকার হয়েছেন এবং আহত হয়েছেন।”
প্রতিবাদকারীদের উপর কোনো বলপ্রয়োগ করা হয়নি বলেও মন্তব্য করেন পুলিশ কর্মকর্তা।
Comments