সুয়ারেজের বিকল্প হিসেবে বার্সার তালিকায় আছেন যারা
হাঁটুর ইনজুরিতে পড়ে চলতি মৌসুমটাই শেষ হয়ে গেছে লুইস সুয়ারেজের। ইনজুরিতে মৌসুম শেষ হয়ে গেছে উসমান দেম্বেলেরও। তাই ফরোয়ার্ড লাইনে বেশ বড়সড় ঘাটতি দেখা দিয়েছে বার্সেলোনা শিবিরে। সে ঘাটতি পূরণ করতে সদ্য শেষ হওয়া শীতের দলবদলে একজন ফরোয়ার্ড কিনতে হন্যে হয়ে চেষ্টা করেছে দলটি। কিন্তু লাভ হয়নি। তবে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। আগামী মৌসুমে অন্তত একজন ভালো মানের নম্বর নাইন দলে টানতে বেশ কিছু তরুণ খেলোয়াড়কে টার্গেট করেছে কাতালান ক্লাবটি।
আর বয়সটাও ৩৩ ছাড়িয়েছে সুয়ারেজের। তাই স্বাভাবিকভাবেই একজন ভালো মানের বিকল্প চাইছে বার্সা। কিন্তু সমস্যা ওই কাউকেই রাজি করাতে পারছে না ক্লাবটি। এর আগে লস অ্যাঞ্জেলেস এফসির মেক্সিকান স্ট্রাইকার কার্লোস ভেলাকে দিয়ে শুরু করে ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ, ওসাসুনার আর্জেন্টাইন স্ট্রাইকার চিমি অভিলার, আর্সেনালের মূল স্ট্রাইকার পিয়ের-অ্যামেরিক অবামেয়াং, ভ্যালেন্সিয়ার স্প্যানিশ স্ট্রাইকার রদ্রিগো মোরেনো, আয়াক্সের সার্বিয়ান স্ট্রাইকার দুসান তাদিচ, এভারটনের ব্রাজিলিয়ান উইঙ্গার রিচার্লিসন, মোনাকোর ফরাসি স্ট্রাইকার উইসাম বেন ইয়েদের ও সাসসুওলোর ইতালিয়ান উইঙ্গার দমিনিকো বেরার্দিকে কিনতে চেয়েও পায়নি তারা।
তবে আগামী গ্রীষ্মের দলবদলের আগেই একজন ভালো মানের নম্বর নাইন নিশ্চিত করতে চায় বার্সেলোনা। আর এর জন্য একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে বলে সংবাদ প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত। তালিকায় আছেন রিয়াল বেতিসের স্প্যানিশ ফরোয়ার্ড লরেন মোরোন, রিয়াল সোসিয়েদারের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান হোসে, গেটাফের স্প্যানিশ ফরোয়ার্ড আনহেল রদ্রিগেজ ও দিপার্তিভো আলাভেজের স্প্যানিশ ফরোয়ার্ড লুকাস পেরেজ মার্তিনেজ। তবে নতুন কোচ কিকে সেতিয়েন অবশ্য সাবেক সতীর্থ মোরোনকে পেতে বেশি আগ্রহী। অবশ্য তাকে পেতে আগেও কয়েক দফা চেষ্টা করেছিল কাতালানরা।
লরেন মোরোন
চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন রিয়াল বেতিসের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামী খেলোয়াড় লরেন। এর মধ্যেই তার নামের পাশে রয়েছে ১০টি গোল। তার রিলিজ ক্লজ রাখা হয়েছে ৪৪ মিলিয়ন ডলার। তার পুরোটাই চাইছে ক্লাব। বার্সেলোনা অবশ্য দেন দরবার করতে আগ্রহী। তবে রিয়াল বেতিসের সঙ্গে বার্সেলোনার সম্পর্ক বরাবরই ভালো, তার উপর কোচ সেতিয়েনও রাখতে পারবেন মুখ্য ভূমিকা।
উইলিয়ান হোসে
২৮ বছর বয়সী এ ব্রাজিলিয়ান বার্সেলোনার টার্গেটের শুরুতেই আছেন। যদিও তার প্রতি নজর রয়েছে রিয়াল মাদ্রিদেরও। তার রিলিজ ক্লজ ৭৭ মিলিয়ন ডলার। বার্সা অবশ্য ২৫ মিলিয়ন ডলার দিতে চাইছে। ধারণা করা হচ্ছে ৩৩ থেকে ৩৫ মিলিয়ন ডলারে হয়তো বনিবনা হতে পারে দুই ক্লাবের। মূলত তরুণ তারকা অ্যালেকজান্ডার ইসাকের উত্থানে দলে বিকল্প তৈরি হওয়ায় হোসেকে ছেড়ে দিতে পারে সোসিয়েদাদ।
লুকাস পেরেজ মার্তিনেজ
বার্সেলোনার রাডারে ভালোভাবেই আছেন আছেন লুকাস পেরেজও। ৩১ বছর বয়সী এ খেলোয়াড়কে পেতে সাড়ে ১৬ মিলিয়ন ডলারের প্রয়োজন তাদের। এই মূল্যে সামান্য ছাড় দিতে রাজি নয় আলাভেজ। চলতি মৌসুমে ২২ ম্যাচে ৯ গোল করেছেন তিনি। যদিও তার চারটি এসেছে পেনাল্টি থেকে।
আনহেল রদ্রিগেজ
খুব বেশি আলোচনা না হলেও তালিকায় আছেন আনহেল রদ্রিগেজও। ৩২ বছর বয়সী এ খেলোয়াড় অবশ্য উইংয়ে খেলতে পছন্দ করেন। তাকে পেতে গুনতে হবে সাড়ে ৫ থেকে সাড়ে ৯ মিলিয়ন ডলারের মতো। চলতি মৌসুমে ২৮ ম্যাচে ১৩ গোল করেছেন এ ফরোয়ার্ড।
তবে আগামী মৌসুমের জন্য শীতের দলবদলের ডেডলাইন ডেতে এসসি ব্রাগারের পর্তুগিজ তরুণ ফ্রান্সিস্কো ত্রিনকাওকে দলে টেনেছে বার্সেলোনা। আগামী ১ জুলাই থেকে যোগ দিচ্ছেন এ তরুণ। এছাড়া একই দিনে তরুণ ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যাথিউস ফার্নান্দেসকেও দলে টানতে পালমেইরাসের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে দলটি। তিনিও যোগ দিচ্ছেন আগামী ১ জুলাই।
Comments