চাঁদপুরে ১২ জেলের কারাদণ্ড, ৫০ মণ মাছের পোনা জব্দ

Fish Seize
চাঁদপুরে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে পোনা মাছ জব্দ করা হয়। ছবি: স্টার

চাঁদপুরে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল ব্যবহার ও পোনা মাছ শিকারের অপরাধে ১২ জেলেকে আটক করেছে টাস্কফোর্স। অভিযানে ৮টি ইঞ্জিনচালিত নৌকা ও প্রায় ৫০ মণ বেলে মাছ ও চিংড়ির পোনা জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার রাত ১২টায় মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় টাস্কফোর্স। জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী দ্য ডেইলি স্টারকে বলেন, “অভিযানে জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ সদস্যরা যৌথভাবে অংশ নেন। অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়। পরে চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ১২ জনকে ১ মাসের কারাদণ্ড দেন। একজনের বয়স কম হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

Comments

The Daily Star  | English

Newly formed BWTCC starts allocating serials of lighter vessels

The cell also cuts freight rates by up to 5%

1h ago