বেনাপোলে পুকুর থেকে হাত-পা বাধা মরদেহ উদ্ধার
বেনাপোলের একটি পুকুর থেকে হাত-পা বাধা অবস্থায় মইন উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ভবেরবার গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহে গভীর আঘাতের চিহ্ণ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, ভবেরবার গ্রামের বাসিন্দা মইন উদ্দিন মাদক মামলার আসামি। তার নামে থানায় চারটি মামলা আছে। এছাড়াও একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এদিকে, বেনাপোলের গাতিপাড়া গ্রামের একটি পুকুর থেকে শিশু ওমর ফারুক মাসুদ (৫) এর মরহেদ উদ্ধার করেচে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় শিশুটি।
ময়নাতদন্তের জন্য দুটি মরদেহই যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments