ভারতে কোনো মাদক ঢুকবে না, বাইরে যাবে না: অমিত শাহ
ভারতে কোনো মাদক ঢুকবে না এবং বাইরেও পাচার হবে না বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার, সেকারণে মাদক পাচার ও ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ বলে জানান তিনি।
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কোঅপারেশন-বিমসটেকভূক্ত দেশের জন্য ‘কমব্যাটিং ড্রাগ ট্রাফিকিং’ শিরোনামে দুই দিনের সম্মেলন উদ্বোধন করে এসব কথা বলেন অমিত শাহ।
তিনি বলেন, “ভারতে যাতে কোনো মাদক ঢুকতে না পারে এবং দেশ থেকে বাইরে না যায় তা নিশ্চিত করা হবে”।
অবৈধ মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ সন্ত্রাসবাদ এবং আন্তদেশীয় অপরাধে ব্যবহৃত হয় জানিয়ে অমিত শাহ বলেন, ভারত এনিয়ে বিমসটেকভূক্ত দেশগুলোর সঙ্গে কাজ করতে চায়।
Comments