যে কারণে বিসিএলের তৃতীয় রাউন্ডে নেই তারা

পাকিস্তানের কাছে রাওয়ালপিন্ডি টেস্টে ভরাডুবির পর দেশে ফেরা ক্রিকেটারদের বড় একটা অংশ খেলছেন না বিসিএলের তৃতীয় ও শেষ রাউন্ডে। আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই রাউন্ডে নেই রাওয়ালপিন্ডি টেস্টের বাংলাদেশ স্কোয়াডের দশজন। তবে চোট কাটিয়ে এই রাউন্ড দিয়েই খেলায় ফিরছেন মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
Tamim Iqbal & Mominul Haque
ছবি: ফিরোজ আহমেদ

পাকিস্তানের কাছে রাওয়ালপিন্ডি টেস্টে ভরাডুবির পর দেশে ফেরা ক্রিকেটারদের বড় একটা অংশ খেলছেন না বিসিএলের তৃতীয় ও শেষ রাউন্ডে। আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই রাউন্ডে নেই রাওয়ালপিন্ডি টেস্টের বাংলাদেশ স্কোয়াডের দশজন। তবে চোট কাটিয়ে এই রাউন্ড দিয়েই খেলায় ফিরছেন মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

গত ৭ ফেব্রুয়ারি মাঠে গড়ানো রাওয়ালপিন্ডি টেস্টে সাড়ে তিন দিনেই ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। দেশে ফেরার পর খেলোয়াড়রা পাচ্ছেন কিছুটা বিশ্রাম। আগামী ২২ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে নামতে হবে একটি টেস্টে। দুদলের পূর্ণাঙ্গ সিরিজের একমাত্র টেস্ট উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।

তার আগে ১৪ থেকে ১৭ ফেব্রুয়ারি বিসিএলের চার দিনের ম্যাচে প্রস্তুতি সারার সুযোগ ছিল জাতীয় দলের ক্রিকেটারদের সামনে। তবে সে পথে এগোচ্ছেন না তারা। এই রাউন্ডে খেলছেন না তামিম ইকবাল, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, রুবেল হোসেন, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি, আল-আমিন হোসেন, সৌম্য সরকার ও তাইজুল ইসলাম।

নির্বাচক হাবিবুল বাশার সুমন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দ্য ডেইলি স্টার’কে জানিয়েছেন, টেস্ট স্কোয়াডের সব পেসারকে ও ম্যাচে খেলা একমাত্র স্পিনার তাইজুল ইসলামকে দেওয়া হয়েছে বিশ্রাম। সৌম্য সরকার বিয়ের কারণে নিয়েছেন ছুটি। ব্যাটসম্যানদের বলা হয়েছিল, কেউ চাইলে খেলতে পারেন তৃতীয় রাউন্ডে, চাইলে নিতে পারেন বিশ্রাম। নাজমুল হোসেন শান্ত আর সাইফ হাসান ছাড়া বাকিরা বেছে নিয়েছেন বিশ্রামের পথ। স্পিনারদের মধ্যে রাওয়ালপিন্ডি টেস্টের একাদশে না থাকা নাঈম হাসানও খেলবেন বিসিএলের এই রাউন্ডে।

‘আসলে ২২ তারিখ (ফেব্রুয়ারি) থেকেই যেহেতু আরেকটি টেস্ট, কাজেই অনেকে বিশ্রাম বেছে নিয়েছে।’

তারা বিশ্রাম নিলেও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের স্কোয়াডের সম্ভাব্যদের মধ্যে মুশফিকুর রহিম খেলছেন তৃতীয় রাউন্ডে। এছাড়া লম্বা চোট কাটিয়ে এই রাউন্ড দিয়েই মাঠে ফিরছেন সাইফউদ্দিন। এই পেস অলরাউন্ডার ঘরের মাঠে গেল সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন। এরপর পিঠের চোটের কারণে ভারত ও পাকিস্তান সফরে যাওয়া হয়নি তার। তিনি খেলতে পারেননি বিপিএলেও। মিরাজ বিপিএলের সময় পাওয়া আঙুলের চোট থেকে সেরে উঠে মাঠে ফিরতে প্রস্তুত।

বিসিএলের তৃতীয় রাউন্ডে কক্সবাজারের দুই মাঠে খেলবে মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল।

Comments

The Daily Star  | English

12th national elections: 731 of 2,716 nominations rejected

Nomination papers rejected mainly for three reasons, says EC joint secretary

1h ago