বিয়ের কারণে লম্বা ছুটিতে সৌম্য

বাংলাদেশ জাতীয় দলে তার সমবয়সীরা আগেই যুগল জীবনে পা দিয়েছেন। বাকি ছিলেন সৌম্য সরকার। অবশ্য কথাবার্তা চলছিল বেশ কিছু দিন থেকেই। এবার সব কিছু পাকা হয়ে গেছে। এই বসন্তে সৌম্যের জীবনেও লাগছে নতুন রঙ। বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। আর বিয়ে উপলক্ষে নির্বাচকদের কাছ থেকে নিয়েছেন বেশ কয়েক দিনের ছুটি।
Soumya Sarkar
ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় দলে তার সমবয়সীরা আগেই যুগল জীবনে পা দিয়েছেন। বাকি ছিলেন সৌম্য সরকার। অবশ্য কথাবার্তা চলছিল বেশ কিছু দিন থেকেই। এবার সব কিছু পাকা হয়ে গেছে। এই বসন্তে সৌম্যের জীবনেও লাগছে নতুন রঙ। বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। আর বিয়ে উপলক্ষে নির্বাচকদের কাছ থেকে নিয়েছেন বেশ কয়েক দিনের ছুটি।

পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডি টেস্টের স্কোয়াডে থাকা সৌম্য দেশে ফেরার পরই নেন ছুটি। এই ছুটি চলবে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত। জানা গেছে, ফেব্রুয়ারির ২৮ তারিখ বিয়ের লগ্ন ঠিক হয়েছে ২৬ পেরোনো এই অলরাউন্ডারের।

বিয়ের কারণে সৌম্য তাই খেলতে পারছেন না বিসিএলের তৃতীয় ও শেষ রাউন্ডে। এক সিরিজ পর টেস্ট স্কোয়াডে ফিরলেও রাওয়ালপিন্ডি টেস্টের একাদশে জায়গা পাননি তিনি। আর বিয়ের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টেও খেলা হবে না সৌম্যের।

বিয়ের পরপরই অবশ্য ছুটি শেষ হচ্ছে সৌম্যের। আগামী ১ মার্চ থেকে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ ও পরে টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচকদের বিবেচনায় থাকছেন তিনি।

জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জানান, বিয়ের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা পোশাকের ম্যাচের জন্য বিবেচনায় রাখা হচ্ছে না সৌম্যকে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলার কথা রয়েছে তার।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago