পানিতে ডুবে জমজ বোনের মৃত্যু
কুড়িগ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আট বছর বয়সী জমজ বোন সাদিয়া ও সানিকা মারা গেছে। আজ বৃহস্পতিবার উলিপুর উপজেলার সরদারপাড়ার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সাদিয়া ও সানিকা উলিপুর উপজেলার দাড়ারপাড় গ্রামের শাহাদৎ হোসেনের মেয়ে। স্বজনেরা জানান, নানাবাড়িতে থেকে পড়াশুনা করত তারা। দুজনেই উত্তর দলদলিয়া সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
আজ বিকেলে স্কুল থেকে ফিরে নতুন খনন করা একটি পুকুরে দুই বোন এক সাথে গোসল করতে নামে। অনেক সময় পার হয়ে গেলেও ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে পুকুর থেকে উদ্ধার হয় তাদের মরদেহ।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Comments