রাঙ্গামাটিতে পিকনিক বাস উল্টে নিহত ১, আহত ২৫
রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়ি এলাকায় পিকনিকের বাস উল্টে একজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সকাল পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খান নুরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, “একটি পিকনিকের বাস চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি যাচ্ছিল। দেপ্পোছড়ি এলাকায় টার্ন নেওয়ার সময় পাহাড়ে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।”
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শওকত আকবর বলেন, “আহতদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।”
Comments