বাড়ি ফিরে ভালোবাসায় সিক্ত বিশ্বজয়ী যুবারা

akbar ali
রংপুরে অভ্যর্থনা জানানো হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলিকে।

যুব বিশ্বকাপের শিরোপা জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে। অনন্য অর্জনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সদস্যরা সেখানেই দুদিন ধরে করেন উল্লাস। এরপর দেশের পথে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পা রাখতেই পড়ে গেল আনন্দের ধুম। উৎসুক সমর্থকদের ভিড়। চোখের দেখা দেখতে হবে যুবাদের, ইতিহাসের সাক্ষী হতে হবে। প্রথমবারের মতো কোনো বিশ্ব আসরের ট্রফি এলো যে বাংলাদেশে! সেখান থেকে বিশ্বজয়ীরা সোজা ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে তাদের দেওয়া হয় বীরোচিত সংবর্ধনা। এরপর এলো ঘরে ফেরার পালা। পরিবারের সঙ্গে মিলনের মুহূর্ত। আগের দিন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিজ নিজ বাড়িতে ফিরেছেন ক্রিকেটাররা। তাদের রাজকীয় প্রত্যাবর্তনে স্থানীয় জনতার মাঝে ছিল উৎসবের আমেজ। ফুলের মালা গলার পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে, রাস্তার দুপাশে জড়ো হয়ে স্লোগান দিয়ে আরেকবার বরণ করে নেওয়া হয়েছে আকবর আলি-শরিফুল ইসলাম-অভিষেক দাসদের।

tanzim hasan sakib
পরিবারের সদস্যদের সঙ্গে সিলেটে তানজিম হাসান সাকিব।

shahadat hossain dipu
চট্টগ্রামের ছেলে শাহাদাত হোসেনকে ঘিরে উল্লাস।

shariful islam
পঞ্চগড়ে পৌঁছে সংবর্ধনা পেয়েছেন শরিফুল ইসলাম।

hasan murad
কক্সবাজারে হাসান মুরাদকে নিয়ে শোভাযাত্রা।

Comments

The Daily Star  | English

Cops gathering info on polls candidates

Based on the findings, law enforcers will assess security needs in each constituency and identify candidates who may pose risks.

13h ago