বাড়ি ফিরে ভালোবাসায় সিক্ত বিশ্বজয়ী যুবারা
যুব বিশ্বকাপের শিরোপা জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে। অনন্য অর্জনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সদস্যরা সেখানেই দুদিন ধরে করেন উল্লাস। এরপর দেশের পথে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পা রাখতেই পড়ে গেল আনন্দের ধুম। উৎসুক সমর্থকদের ভিড়। চোখের দেখা দেখতে হবে যুবাদের, ইতিহাসের সাক্ষী হতে হবে। প্রথমবারের মতো কোনো বিশ্ব আসরের ট্রফি এলো যে বাংলাদেশে! সেখান থেকে বিশ্বজয়ীরা সোজা ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে তাদের দেওয়া হয় বীরোচিত সংবর্ধনা। এরপর এলো ঘরে ফেরার পালা। পরিবারের সঙ্গে মিলনের মুহূর্ত। আগের দিন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিজ নিজ বাড়িতে ফিরেছেন ক্রিকেটাররা। তাদের রাজকীয় প্রত্যাবর্তনে স্থানীয় জনতার মাঝে ছিল উৎসবের আমেজ। ফুলের মালা গলার পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে, রাস্তার দুপাশে জড়ো হয়ে স্লোগান দিয়ে আরেকবার বরণ করে নেওয়া হয়েছে আকবর আলি-শরিফুল ইসলাম-অভিষেক দাসদের।
Comments