‘সংখ্যালঘুদের সঙ্গে নিয়ে চলুন’ বিজেপিকে জোটসঙ্গীর পরামর্শ

Parkash Singh Badal
পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী ও শিরোমণি আকালি দলের নেতা প্রকাশ সিং বাদল। ছবি: সংগৃহীত

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারতজুড়ে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে ক্ষমতাসীন বিজেপিকে সংখ্যালঘু মুসলমানদের সঙ্গে নিয়ে চলার পরামর্শ দিয়েছেন বিজেপির জোটসঙ্গী ও শিরোমণি আকালি দলের নেতা প্রকাশ সিং বাদল।

আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অমৃতসরে এক সভায় আকালি দলের নেতা বাদল বলেছেন, একটি সরকারের কখনও ধর্মের ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া উচিত নয়।

পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বর্ষীয়ান এই নেতা সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন।

তিনি বলেছেন, “দেশের বর্তমান পরিস্থিতি ভালো নয়। এটা যথেষ্টই উদ্বেগের কারণ। সব ধর্মকেই সম্মান করতে হবে। যদি কোনো সরকার সফল হতে চায় তবে অবশ্যই সংখ্যালঘুদের সঙ্গে নিয়েই চলতে হবে।”

“হিন্দু, মুসলমান, শিখ এবং খ্রিস্টান, সবাই একই পরিবারের অংশ” বলেও মন্তব্য করেছেন তিনি। তার মতে, দেশের সব ধর্মের মানুষদের একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে চলা উচিত এবং কখনই নিজেদের মধ্যে ঘৃণার বীজ বপন করা উচিত নয়।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago