আশুলিয়ায় যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই
সাভারের আশুলিয়ায় আনুমানিক ৩১ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকালে আশুলিয়ার পালোয়ানপাড়া এলাকায় কাঠগড়া-গাজীরচট আঞ্চলিক সড়কের পাশে একটি বাঁশ ঝাড়ের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মরদেহের পাশ থেকে দু’টি রক্তমাখা হেলমেট ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল ছিনতাই করতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
স্থানীয়রা জানান, সড়কটি নির্জন হওয়ায় প্রায়ই এখানে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের অপরাধমূলক ঘটনা বেড়েই চলেছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক হারুন অর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও সোয়েটার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল ছিনিয়ে নিতে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।”
Comments