ভালোবাসা দিবসে টেলিভিশনে বহুমাত্রিক প্রেমের গল্প

Matir Banke Bhalobasa
‘মাটির ব্যাংকে ভালোবাসা’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

আজ বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে বর্ণিল আয়োজনে বহুমাত্রিক প্রেমের কয়েকটি নাটক প্রচারিত হবে টেলিভিশন চ্যানেলে। কিছু নাটকের তথ্য নিচে তুলে ধরা হলো।

ভেরি রিসেন্টলি

মোহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় অপূর্ব ও তানজিন তিশা অভিনীত নাটক ‘ভেরি রিসেন্টলি’। দীপ্ত টিভিতে নাটকটি প্রচারিত হবে সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে।

গজদন্তিনী

জাবেদ আহসানের ভালোবাসার গল্পে মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করেছেন ‘গজদন্তিনী’। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। এনটিভিতে নাটকটি প্রচারিত হবে রাত ১১টা ১০ মিনিটে।

বর্ণ পরিচয়

বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে তুহিন হোসেনের বিশেষ টেলিছবি ‘বর্ণ পরিচয়’। আওরঙ্গজেবের চিত্রনাট্যের টেলিছবিটিতে অভিনয় করেছেন নাঈম, জেসিয়া, মিলি বাশার, ফরহাদ মিলন, আশরাফুল আশিস প্রমুখ।

হৃদয় ভাঙা ঢেউ

মেহজাবিন চৌধুরীর গল্পে মহিদুল মহিম ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছেন ‘হৃদয় ভাঙা ঢেউ’। এতে অভিনয় করেছেন মেহজাবিন নিজেই। সঙ্গে থাকছেন আফরান নিশো। নাটকটি আরটিভিতে দেখানো হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

মাটির ব্যাংকে ভালোবাসা

রাত ১১টা ৩০ মিনিটে একুশে টিভিতে প্রচারিত হবে সাগর জাহানের নাটক ‘মাটির ব্যাংকে ভালোবাসা’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও স্নিগ্ধা মোমিন।

আনটোল্ড লাভ স্টোরি

জিয়াউল ফারুক অপূর্বর গল্প ও ভাবনায় ‘আনটোল্ড লাভ স্টোরি’ নির্মাণ করেছেন প্রবীর রায় চৌধুরী। এতে অভিনয় করেছেন অপূর্ব, তানজিন তিশা প্রমুখ। রাত ৯টা ৩০ মিনিটে নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে।

নোনাজলের ভালোবাসা

সজল, সারিকা, ইন্তেখাব দিনার, আবুল হায়াত অভিনীত নাটক ‘নোনাজলের ভালোবাসা’ রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে আরটিভিতে। নাটকটি নির্মাণ করেছেন গোলাম মুক্তাদির।

ফাণি মুন

গোলাম সরওয়ার অনিকের রচনায় মেহেদী হাসান জনি নির্মাণ করেছেন নাটক ‘ফাণি মুন’। এতে অভিনয় করেছেন নাঈম, নাবিলা, মিশু সাব্বির প্রমুখ। নাটকটি মাছরাঙা টিভিতে প্রচারিত হবে রাত ৯টায়।

ফিরে এসো রুবি

মেহজাবিন চৌধুরী ও জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত সাগর জাহানের নাটক ‘ফিরে এসো রুবি’। রাত ১১টা ৫ মিনিটে নাটকটি বাংলাভিশনে প্রচার হবে।

বিউটিফুল লায়ার

আফনান শুভর গল্পে মেহেদী হাসান জনির নাটক ‘বিউটিফুল লায়ার’-এ অভিনয় করেছেন অপূর্ব, তানজিন তিশা ও বাশার বাপ্পী। নাটকটি বাংলাভিশনে প্রচার হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে।

প্রথম ভালোবাসা

সেতু আরিফের রচনায় হাসিব খানের নাটক ‘প্রথম ভালোবাসা’য় অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাবিলা নূর। নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে বিকাল ৪টা ৫ মিনিটে।

Comments