মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আবদুস সুবহানের মৃত্যু
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা আবদুস সুবহান (৮৬) মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার তার মৃত্যু হয়।
পাবনার এই সাবেক সাংসদকে বার্ধক্যজনিত অসুস্থতায় গত ২৪ জানুয়ারি ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর রহমান।
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা ও মুক্তিযুদ্ধের সমর্থকদের আটকে রেখে নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের জন্য ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই জামায়াত নেতাকে মৃত্যুদণ্ডের সাজা দেন।
পরে, ২০১৫ সালের ১৮ মার্চ মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন সুবহান।
Comments