পাকিস্তান সফরে দক্ষিণ আফ্রিকা ‘না’

পাকিস্তানের মাটিতে আগামী মার্চ মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনা থেকে সরে এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। পরিবর্তিত সূচিতে চলতি বছরের কোনো একটা ফাঁকা সময়ে ম্যাচগুলো আয়োজন করা হবে।
জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জানিয়েছে, আপাতত পাকিস্তান সফরে যাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। কারণ হিসেবে ক্রিকেটারদের ব্যস্ততার কথা উল্লেখ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আগামী মার্চে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলার সময় একটি প্রতিনিধি দলও পাঠাতে চেয়েছিল সিএসএ। তাদের সবুজ সংকেত পেলেই মাঠে গড়াত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। কিন্তু ক্লান্তিকর সূচির কথা বলে সম্ভাব্য সিরিজ খেলতে অনাগ্রহ জানিয়েছে তারা।
চার ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে এখন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে প্রোটিয়ারা। এরপর অল্প সময়ের ব্যবধানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি। তারপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে তারা উড়ে যাবে ভারতে।
পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ আর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ শেষ হবে ১৮ মার্চ।
তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৮ মার্চের পরের কয়েকটি দিন প্রোটিয়াদের সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে রাখার কথা ভেবেছিল। আর পিএসএল শেষ হলে তাদেরকে পাকিস্তানে উড়িয়ে নিয়ে রাওয়ালপিন্ডিতে টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করতে চেয়েছিল। কিন্তু এই প্রস্তাবে সায় দেয়নি সিএসএ।
Comments