রাজধানীর দক্ষিণখানের বাসায় মা ও দুই সন্তানের মরদেহ
রাজধানীর দক্ষিণখানের প্রেমবাগান এলাকার একটি বাসায় মা ও তার দুই সন্তানের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার উপপরিদর্শক মাকসুদুল কবির।
তিনি বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করতে গেছে।”
নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশের এক সূত্র জানিয়েছে, মরদেহগুলো পচে গেছে। সম্ভবত কয়েকদিন আগে তারা মারা গেছেন। তবে এর কারণ জানা সম্ভব হয়নি।
Comments