দুর্বৃত্তদের হামলায় আহত যুবকের ঢামেকে মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত শুভ মিয়া (২২) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
আজ শনিবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভ মিয়ার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় দুর্বৃত্তরা তাকে পিটিয়ে জখম করে।
শুভ মিয়া শিমরাইল উত্তরপাড়ার আব্দুর রবের ছেলে। তিনি কাঁচপুর এলাকায় একটি গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করতেন।
এলাকাবাসী জানান, শিমরাইল উত্তরপাড়ার স্বর্ণকারের বাড়ির পেছনের রাস্তায় এলে অজ্ঞাতপরিচয় ৪ থেকে ৫ জন যুবক শুভকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। শুভর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা শুভকে কাঁচপুরের সাজেদা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক সাদাম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, “কয়েকজন যুবকের হামলায় শুভ নামে এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্ধুদের মধ্যে কোনো পূর্বের বিরোধিতার জের ধরে এ ঘটনা ঘটেছে।”
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক বলেন, “কারা, কেন এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।”
Comments