করোনাভাইরাস: চীনে ১৪৩ জন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়

CHINA-HEALTH.jpg
চীনের তাইয়ুনের একটি ল্যাবরেটরিতে কাজ করছেন গবেষকরা। ছবি: রয়টার্স

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে। দেশটির সরকারি হিসাবে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৫২৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৪৯২ জন।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪৩ জন। নতুন করে আক্রান্ত ২ হাজার ৬৪১ জন। এর মধ্যে ৮৪৯ জনের অবস্থা গুরুতর।

আজ শনিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

করোনাভাইরাসে চীনের বাইরে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী ১ হাজার ৫২৬ জন মারা গেছেন বলে উল্লেখ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

চীনের সরকারি হিসাবে, গত ২৪ ঘণ্টায় হুবেই প্রদেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪২ জন, এর মধ্যে ১ হাজার ৪৩ জনই রাজধানী উহানের। হুবেইয়ে মারা গেছেন ১৩৯ জন, এর মধ্যে ১০৭ জন উহানের।

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত চীনা স্বাস্থ্যকর্মীরাও ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এখন পর্যন্ত ভাইরাস আক্রান্ত হয়ে ছয় জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন। এখন পর্যন্ত ১ হাজার ৭১৬ জন স্বাস্থ্যকর্মী করোনাতে আক্রান্ত হয়েছেন বলে গতকাল কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English

'Do not drop those bombs': Trump warns Israel

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago