কেজরিওয়ালের বাড়িতে জাভেদ আখতার
দিল্লির বিধানসভা নির্বাচনে বিজয়ের পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কবি, গীতিকার ও চিত্র নাট্যকার জাভেদ আখতার।
গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইটে এ কথা বলেছেন।
তিনি টুইটে লেখেন, ‘‘আজ আমার বাড়িতে জাভেদ আখতার সাহেবকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত।”
It was a pleasure receiving Javed Akhtar sahab today at my residence pic.twitter.com/nkrJe6iNeH
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 14, 2020
আম আদমি পার্টির সংসদ সদস্য সঞ্জয় সিংহের সঙ্গেও দেখা করে শুভেচ্ছা জানিয়েছেন জাভেদ আখতার।
উল্লেখ্য, দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৬২ আসনে জয়লাভ করেছে আম আদমি পার্টি। বিজেপি জয় পেয়েছে মাত্র আটটিতে। একটি আসনেও জয় পায়নি কংগ্রেস।
Comments