নয়াপল্টনে বিএনপি’র বিক্ষোভ
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি’র বিক্ষোভ চলছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ দুপুর আড়াইটায় বিএনপি’র বিক্ষোভ মিছিল করার কথা ছিল। তবে পুলিশ অবস্থান নেওয়ায় রাস্তায় নামতে পারেননি নেতাকর্মীরা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভ করতে বিএনপি অনুমতি নেয়নি। যে কারণে সকাল থেকে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়।
বিএনপি নেতাকর্মীরা রাস্তায় নামতে না পারলেও দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। নেতাকর্মীরা অভিযোগ করেন, সকাল থেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে অফিসে প্রবেশ করতে দেয়নি। দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ কয়েকজন নেতাকে আটক করেছে।
তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।
Comments