হাইতিতে এতিমখানায় আগুনে ১৫ শিশুর মৃত্যু

HAITI-ORPHANAGE.jpg
আগুনে এতিমখানাটির একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর লোকজনকে এর পাশ দিয়ে হেঁটে যেতে দেখা গেছে। ছবি: রয়টার্স

হাইতির একটি এতিমখানায় অগ্নিকাণ্ডে ১৫ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল এ দুর্ঘটনা ঘটে।

ওই এতিমখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অলাভজনক এতিমখানাটি যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত হয়ে আসছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী পোর্ট অব প্রিন্সের বাইরে পেনসিলভেনিয়া-ভিত্তিক এতিমখানাটিতে অগ্নিকাণ্ডে দুই শিশু ঘটনাস্থলেই এবং বাকিরা হাসপাতালে নেওয়ার পরে মারা যায়।

ইনস্টিটিউট ফর সোশ্যাল ওয়েলফেয়ারের পরিচালক অ্যারিলে জিয়েন্টি ভিল্লেড্রোউন বলেছেন, “এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এই মুহূর্তে প্রধান কাজ হচ্ছে বেঁচে থাকা শিশুদের জন্য নতুন জায়গার খোঁজ করা।”

হাইতির এতিমখানাগুলোত প্রায় ৩০ হাজার শিশু আছে। এদের প্রতি পাঁচজনের মধ্যে চারজনের বাবা-মা জীবিত। কিন্তু, দরিদ্রতার কারণে তারা তাদের দেখাশোনা করতে পারেন না।

Comments