অদ্ভুতুড়ে ইনিংস ঘোষণার পর শান্তর সেঞ্চুরি

nazmul hossain shanto
ছবি: ওয়ালটন

প্রতিপক্ষের বোনাস পয়েন্ট ঠেকাতে ১২১ রানে পিছিয়ে থেকেও দক্ষিণাঞ্চলের ইনিংস ঘোষণার পর আলো ছড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলের এই ব্যাটসম্যানের সেঞ্চুরিতে বড় লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে মধ্যাঞ্চল।

শনিবার কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের ম্যাচে ঘটেছে অদ্ভুতুড়ে ঘটনা। মধ্যাঞ্চলের ২৩৫ রানের জবাবে ৪ উইকেটে ১১৪ রান তুলেই আকস্মিক ইনিংস ঘোষণা করে বসে দক্ষিণাঞ্চল। উদ্দেশ্য বোনাস পয়েন্ট ঠেকানো। কারণ বাইলজে আছে ১০০ ওভারের ভেতর কোন দল প্রতিপক্ষের ৫ উইকেটের বেশি ফেললে পাবে ০.৫ বোনাস পয়েন্ট, ৭ উইকেট ফেললে ১ পয়েন্ট আর ৯ বা অলআউট করলে ১.৫ পয়েন্ট।

দক্ষিণাঞ্চলের ২৯তম ওভারেই তখন ৪ উইকেট ফেলে দিয়েছিল মধ্যাঞ্চল। বোনাস পয়েন্ট ঠেকিয়ে নিজেরা পরে পরে নিশ্চিত করেছে ০.৫ বোনাস পয়েন্ট। কারণ দ্বিতীয় ইনিংসে ৬৯ ওভার খেলে ৬ উইকেটে ২০৯ রান তুলেছে মধ্যাঞ্চল। বোনাস পয়েন্ট না পেলেও হাতে ৪ উইকেট রেখে তারা এগিয়ে আছে ৩৩০ রানে। বাকি দুইদিনে তাদের সামনে এখন ম্যাচ জয়ের সম্ভাবনাও।

দলকে ভালো লিড পাইয়ে দিতে দাপট দেখিয়েছেন শান্ত। ১৮৯ বলে ১২২ রান করে অপরাজিত আছেন তিনি।

২১ রানের ভেতর দুই ওপেনার সাইফ হাসান আর আব্দুল মজিদ ফিরে ফেলে অভিজ্ঞ রকিবুল হাসানকে নিয়ে বিপর্যয় সামাল দেন শান্ত। দুজনে মিলে গড়েন ১১১ রানের জুটি। ৩৯ করা রকিবুলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। পরে মার্শাল আইয়ুব, মেহেদী হাসান মিরাজকেও তুলে নেন তিনি। আব্দুর রাজ্জাক ছেঁটে ফেলেন শুভাগত হোমকে।

শেষ বিকেলে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে হতচকিত মধ্যাঞ্চলের আশা বাঁচিয়ে জাবিদ হোসেনকে নিয়ে ক্রিজে আছেন শান্ত।

সংক্ষিপ্ত স্কোর

(দ্বিতীয় দিন শেষে)

মধ্যাঞ্চল প্রথম ইনিংস: ২৩৫

দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস: ২৮.২ ওভারে ১১৪/৪ (ডিক্লে) ( নাফীস ১০, বিজয় ২০, ইরফান ৩, শামসুর ২৫, সোহান ৪৮* ; ইরফান ২/৪২ , মোস্তাফিজ ০/২০, আরাফাত ০/১৩ , মিরাজ ০/৩৫ , শুভাগত ০/১ )

মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংস: ৬৯ ওভারে ২০৯/৬ (সাইফ ১, মজিদ ১৪, শান্ত ব্যাটিং ১২২* , রকিবুল ৩৯, মার্শাল ১১, শুভাগত ১৮, মিরাজ ৬, জাবিদ ০* ; শফিউল ২/৩৬ , রেজা ০/২১, মেহদী ০/৪৪,  রাজ্জাক ১/৫০ ,নাসুম ৩/৫৫)

Comments

The Daily Star  | English
Primary school dropout rate Bangladesh

Primary Schools: Dropouts up after 14 years of decline

In a setback for the country’s primary education system, the school dropout rate saw a sudden rise last year after a steady decline over 14 years, according to a government report.

10h ago