উড্ডয়নের সময় উড়োজাহাজের সামনে গাড়ি!
রানওয়ে থেকে উড্ডয়নের সময় হঠাৎই একটি গাড়ি চলে আসে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের সামনে। যেকারণে রানওয়ের নির্ধারিত পথ অতিক্রম না করেই গতি বাড়িয়ে আকাশে উড্ডয়ন করে উড়োজাহাজটি। এতে ঠিকমতো উড্ডয়ন করলেও উড়োজাহাজের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
আজ শনিবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদের প্রতিবেদনে বলা হয়, আজ সকালে পুনে বিমানবন্দরে রানওয়েতে ২২২ কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে থাকা দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ‘এ-৩২১’ মডেলের উড়োজাহাজটির সামনে হঠাৎ একটি গাড়ি চলে আসে। দুর্ঘটনা এড়াতে গতি আরও বাড়িয়ে রানওয়ের নির্ধারিত পথ অতিক্রম না করেই উড়োজাহাজটি উড্ডয়ন করে। এতে উড়োজাহাজটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই নিরাপদে দিল্লিতে অবতরণ করে উড়োজাহাজটি।
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, উড়োজাহাজটি দিল্লিতে অবতরণের পর শ্রীনগর যাওয়ার কথা ছিল। কিন্তু, পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তা বাতিল করা হয়েছে।
তিনি বলেন, “উড়োজাহাজটি কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা জানতে তদন্ত করা হবে।”
রানওয়েতে উড্ডয়নরত উড়োজাহাজের সামনে কেউ গাড়ি চালিয়ে কীভাবে এলো, ইতোমধ্যে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ)।
Comments