‘মুশফিক না থাকার কোন কারণই নেই’
পাকিস্তান না যাওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে মুশফিকুর রহিমকে বাদ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। তবে রোববার ঘোষণা হতে যাওয়া টেস্ট দলে ফর্মের কারণে মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন কিনা, এই নিয়ে আছে কৌতূহল।
প্রধান নির্বাচক মিনহাজুল দ্য ডেইলি স্টারকে জানান, দল চূড়ান্ত হয়ে গেছে, বিসিবি সভাপতির স্বাক্ষরের পর রোববার যেকোনো সময় তা জানিয়ে দেওয়া হবে। আর এই দলে সব জল্পনা সরিয়ে মুশফিকের থাকা একদম নিশ্চিত, ‘মুশফিককে না থাকার কোন কারণই নেই। আমরা মুশফিকের সঙ্গে কথা বলেছি। সে জিম্বাবুয়ের সঙ্গে টেস্টে ফিরতে একদম প্রস্তুত আছে। টেস্ট দল জমা দিচ্ছি, আশা করছি রোববারই জানিয়ে দেওয়া হবে।’
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়, পাকিস্তানে এপ্রিলে টেস্ট খেলতে যেতে রাজী হওয়ার শর্তেই কেবল মুশফিককে রাখা হবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে। নিরাপত্তাজনিত কারণে পরিবারের উদ্বেগ থাকায় তিন দফায় হতে যাওয়া পাকিস্তান সফরে একবারও যেতে চান না বলেই আগেই জানিয়েছিলেন মুশফিক। প্রথম দুই দফায় সেই কথা অনুযায়ী তিনি যাননি। তিনি তার এই অবস্থান থেকে সরে এসেছেন বলেও কোনো খবর নেই।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে মুশফিক ফিরলেও বাদ পড়তে পারেন মাহমুদউল্লাহ। সাম্প্রতিক সময়ে টেস্টে ক্রিকেটে বিবর্ণ পারফরম্যান্সের কারণে তাকে কেবল সাদা বলে মনোযোগী হতে বলা হয়েছে বলে জোর আলোচনা আছে।
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের দল থেকে অদল বদল আছে আরও। বিয়ের কারণে ছুটি নেওয়ায় নিশ্চিতভাবেই থাকছেন না সৌম্য সরকার। পিঠের চোটের কারণে থাকছেন না পেসার আল-আমিন হোসেনও। আল-আমিনের জায়গায় ফিরতে পারেন তাসকিন আহমেদ। তবে সৌম্যের জায়গায় কাউকে নেওয়া হবে নাকি ১৩ জনের স্কোয়াড দেওয়া হবে তা নিশ্চিত নয়।
জিম্বাবুয়ের বিপক্ষে ২২ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট।
Comments