জিম্বাবুয়ের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছেন আকবররা

Avishek Das, Akbar Ali, Shoriful Islam, Shahadat Hossain dipu
ছবি: ফিরোজ আহমেদ

বিশ্বকাপ জিতে বিপুল অভ্যর্থনা নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন বাড়ি। সপ্তাহখানেকের ছুটি শেষে ফিরে আবার প্রধানমন্ত্রীর দেওয়া গণসংবর্ধনা আছে। কিন্তু আকবর আলিদের ছুটি শেষ হলো আগেভাগেই। বিশ্বকাপ জয়ী বাংলাদেশ যুব দলের ছয় ক্রিকেটার যে থাকছেন জিম্বাবুয়ের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচে। 

বাংলাদেশের বিপক্ষে তিন সংস্করণে সিরিজ খেলতে শনিবারই (১৫ ফেব্রুয়ারি) এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। প্রথমে হবে একমাত্র টেস্ট ম্যাচ। তার আগে সফরকারী দলের জন্য আছে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ। আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি বিকেএসপিতে অনুষ্ঠিত হতে যাওয়া সেই প্রস্তুতি ম্যাচে রাখা হচ্ছে অধিনায়ক আকবর, মাহমুদুল হাসান জয়, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু ও পারভেজ হোসেন ইমনকে।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ডাক পেয়ে ইতোমধ্যে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারা। বাংলাদেশ দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, ঘরোয়া চার দিনের প্রথম শ্রেণির আসর বিসিএলের তৃতীয় রাউন্ড শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। বেশিরভাগ সিনিয়র খেলোয়াড়ই আছেন খেলা ও ভ্রমণের মধ্যে। তাই ১৮ ফেব্রুয়ারি বিসিএলের খেলোয়াড়দের দিয়ে পুরো বিসিবি একাদশ গঠন করা একটু কঠিন। এই কারণে এখনই বড়দের সঙ্গে খেলার সুযোগ মিলছে আকবরদের।

এই ম্যাচে দারুণ কিছু করলেও অবশ্য বড় কোনো চমক থাকছে না আকবরদের জন্য। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলও এর মধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। আগামীকাল রবিবার বিসিবি একাদশ ও বাংলাদেশের টেস্ট দল একইসঙ্গে জানিয়ে দেওয়া হবে।

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

1h ago