জাহাজ থেকে যুক্তরাষ্ট্র-কানাডা নাগরিকদের বিশেষ ব্যবস্থায় ফিরিয়ে নিচ্ছে
করোনাভাইরাসের কারণে জাপানে আটকেপড়া ডায়মন্ড প্রিন্সেস জাহাজ থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। জাহাজটিতে যুক্তরাষ্ট্র, কানাডা ছাড়াও জাপান, হংকং ও অস্ট্রেলিয়ার নাগরিকও রয়েছে।
আজ রবিবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন ও জাপান টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক হাজার যাত্রীসহ জাপানের ইয়োকোহামা বন্দরে জাহাজটি অবস্থান করছে। আজ থেকেই মার্কিন নাগরিকদের জাহাজটি থেকে সরিয়ে নেওয়া শুরু হবে। এর জন্য বিশেষ উড়োজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
তবে, যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিয়ে তাদের ১৪ দিনের জন্য টেক্সাসে কোয়ারেন্টাইনে রাখা হবে। এর আগে চীনফেরত মার্কিন নাগরিকদের যেখানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, সেখানেই তাদের রাখা হবে।
কানাডার সরকারের দেওয়া বিবৃতিতে বলা হয়, জাহাহটিতে আটকেপড়া কানাডিয়ান নাগরিকদের ফিরিয়ে নেওয়া হবে। তাদের আনতে উড়োজাহাজ পাঠানো হবে। ফিরিয়ে নিয়ে তাদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে। তবে, কানাডিয়ান নাগরিকদের মধ্যে যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের ফিরিয়ে নেওয়া হবে না। জাপানেই তাদের চিকিৎসা চলবে।
গতকাল জাপান জানিয়েছে, জাহাজটিতে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬৭ জনকে শনাক্ত করা হয়েছে। জাহাজে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৬-তে।
Comments