জামিয়ার শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ভিডিও প্রকাশ
Exclusive CCTV Footage of Police Brutality in Old Reading Hall, First floor-M.A/M.Phill Section on
15/12/2019
Shame on you @DelhiPolice @ndtvindia @ttindia @tehseenp @RanaAyyub @Mdzeeshanayyub @ReallySwara @ANI @CNN @ReutersIndia @AltNews @BBCHindi @the_hindu @TheQuint @BDUTT pic.twitter.com/q2Z9Xq7lxv— Jamia Coordination Committee (@Jamia_JCC) February 15, 2020
দিল্লির জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্যাতনের ভিডিও প্রকাশিত হয়েছে।
৪৯ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের পুরনো লাইব্রেরিতে বসে আছেন শিক্ষার্থীরা। হঠাৎ সেখানে ‘রায়ট গিয়ার’ পোশাকে প্রবেশ করে পুলিশ। পুলিশ দেখেই একজন ডেস্কের আড়ালে লুকানোর চেষ্টা করেন।
বিশেষভাবে সজ্জিত পুলিশ এসে শিক্ষার্থীদের লাঠি দিয়ে আঘাত করতে থাকে। তাদের অনেককে পালাতে দেখা যায়।
টুইটারে ভিডিওটি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘জামিয়া কো-অর্ডিনেশন কমিটি।’
গত ১৫ ডিসেম্বর জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল করেন ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের উপরে চড়াও হয় পুলিশ।
পুলিশ লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাস ছুঁড়ে আন্দোলন প্রতিহত করতে চেষ্টা করে। পরে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে প্রায় ১০০ জনকে আটক করে তারা।
ঘটনার পর পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন সাধারণ মানুষ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তাদের এমন ব্যবস্থা নিতে হয়েছিল।
Comments