কোয়ারেন্টাইন থেকে কাজে ফিরলেন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ২০ চীনা শ্রমিক
স্বাস্থ্য বিভাগের সুপারিশ অনুযায়ী কাজে ফিরেছেন পটুয়াখালীর কয়লাভিত্তিক পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ২০ চীনা শ্রমিক। আজ রোববার সকাল থেকে সবাই কাজ শুরু করেন বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হাওলাদার।
চীন ভ্রমণ করে আসায় করোনাভাইরাস সংক্রান্ত সতর্কতার অংশ হিসেবে তাদের ১৪ দিন বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিলো।
চিন্ময় হাওলাদার দ্য ডেইলি স্টারকে বলেন, “চীনা ২০ শ্রমিকরা পৃথকভাবে বাংলাদেশে ফিরে আসেন। সে অনুযায়ী তাদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হয়। গতকাল ১৮ জন এবং আজ ২ জন কাজে যোগ দিয়েছেন। তারা সবাই সুস্থ আছেন।”
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মাদ জাহাঙ্গীর আলম বলেন, যেহেতু করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী বিশেষ সতর্কবার্তা রয়েছে, তাই আপাতত বিদ্যুৎকেন্দ্রে কর্মরত চীনা শ্রমিকদেরকে দেশে যেতে এবং গেলে বাংলাদেশে ফিরে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।
Comments