সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
সাভারের বিরুলিয়া এলাকায় বেতন বকেয়া রেখে একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় সড়কে নেমে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
আজ রবিবার সকাল ৯টা থেকে বিরুলিয়ার মিরপুর বাইপাস সড়কের সামাইর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ‘সার্ক নিটওয়্যার লিমিটেড’ নামক পোশাক কারখানার প্রায় এক হাজার শ্রমিক।
এতে বিরুলিয়ার মিরপুর বাইপাস সড়কের দুই পাশে প্রায় ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। পরে পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকদের অভিযোগ, জানুয়ারির বেতন না দিয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করিয়ে নিয়ে হঠাৎ আজ সকালে কারখানা কর্তৃপক্ষ শ্রম আইনের ১৩ (১), (২) ও (৩) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করে।
তাদের দাবি, বেতন পরিশোধ এবং কারখানা চালু করা।
শ্রমিকরা জানিয়েছেন, শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে তারা বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনে (বিজিএমইএ) যাচ্ছেন। দাবি পূরণ না হলে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন দ্য ডেইলি স্টারকে বলেন, “শ্রমিকদের না জানিয়ে, জানুয়ারির বেতন না দিয়ে হঠাৎ আজ কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা হতাশ হয়ে পড়েছে। শ্রমিকদের বেতন পরিশোধসহ কারখানাটি দ্রুত খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।”
সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ অপূর্ব দত্ত বলেন, “আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। ইতোমধ্যে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।”
এ বিষয়ে জানতে কারখানার ব্যবস্থাপক (অ্যাডমিন) মিজানুর রহমানকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
Comments