সৌদি থেকে ফিরলেন আরও ১৪৫ শ্রমিক
সৌদি আরব থেকে আরও ১৪৫ বাংলাদেশি শ্রমিককে আজ রবিবার দেশে ফেরত পাঠানো হয়েছে।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জানিয়েছে, বাংলাদেশি শ্রমিকদের বহনকারী সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ ভোররাত সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দেশে ফেরার পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় শ্রমিকদের তাৎক্ষণিক সহায়তা দেয়।
ব্র্যাক জানিয়েছে, এ নিয়ে এখন পর্যন্ত সৌদি আরব থেকে সাড়ে ৫ হাজারের বেশি প্রবাসী শ্রমিক দেশে ফিরলো। তাদের মধ্যে ৩০০ নারী শ্রমিক রয়েছেন।
ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন যাতে মধ্যপ্রাচ্য থেকে শ্রমিকদের এভাবে ‘খালি হাতে’ দেশে ফেরত আসতে না হয়।
Comments