‘নায়ক ২’

‘ফিরে এলেন নায়ক ২’ লেখা সেই পোস্টার। ছবি: টুইটার

তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আজ রবিবার দিল্লির রামলীলা ময়দানে এ শপথগ্রহণ অনুষ্ঠান হয়।

শপথের আগে থেকেই ‘কমন ম্যান’ কেজরিওয়ালের পোস্টারে ছেয়ে যায় দিল্লি শহর। এসব পোস্টারের মধ্যে একটি পোস্টারের ক্যাপশন ছিলো ‘ফিরে এলেন নায়ক ২’। আর ওই পোস্টারে অভিনেতা অনিল কাপুরের পাশেই ছিলো অরবিন্দ কেজরিওয়ালের ছবি।

পোস্টারের বাম দিকে আছেন কালো স্যুট পরা অনিল কাপুর এবং ডানদিকে সাদা টুপি পরিহিত কেজরিওয়াল। ২০০১ সালে মুক্তি পাওয়া হিন্দি সিনেমা ‘নায়ক’র সঙ্গে মিল ছিলো পোস্টারটির।

ওই সিনেমায় একদিনের মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন অনিল কাপুর। আর একদিনেই সব ধরনের দুর্নীতি থামিয়ে দিয়েছিলেন তিনি।

১৯৯৯ সালে মুক্তি পাওয়া তামিল ছবি ‘মুধালভান’র রিমেক ছিলো ‘নায়ক’।

Comments