৩ ঘণ্টার সফরে খরচ ১০০ কোটি রুপি
ভারতে দুই দিনের সফরে এসে নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে মোটে তিন ঘণ্টা থাকবেন তিনি। এটুকু সময়ের মধ্যেও আয়োজনের যেন কমতি না থাকে তার জন্য প্রায় ১০০ কোটি রুপি খরচ করছে গুজরাট সরকার।
গুজরাটের রাস্তার ধারের বস্তিকে ট্রাম্পের চোখের আড়াল করতে এরই মধ্যে জোরেশোরে চলছে দেয়াল নির্মাণের কাজ। রাজ্যের শীর্ষ কর্মকর্তারা অবশ্য বলছেন, শহরের সৌন্দর্য বাড়াতেই এই উদ্যোগ, দারিদ্র্য ঢাকতে নয়।
ট্রাম্প আসছেন তাই ঢেলে সাজানো হচ্ছে গুজরাটের রাজধানী আহমেদাবাদের রাস্তাঘাট৷ এই শহরে যে খাতে যত খরচ হচ্ছে তার একটি ফিরিস্তিও দিয়েছে ভারতের গণমাধ্যম নিউজ ১৮ বাংলা। তারা জানাচ্ছে, প্রায় ৮০ কোটি টাকা খরচ হচ্ছে নতুন রাস্তা তৈরির জন্য৷ ৬ কোটি টাকা খরচ হচ্ছে শহর সাজাতে৷ ৪ কোটি টাকা খরচ হচ্ছে মোদি-ট্রাম্প রোড শোয়ের জন্য৷ প্রায় ১২-১৫ কোটি খরচ হবে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য৷ ৭-১০ কোটি টাকা খরচ হবে মোটেরা স্টেডিয়াম উদ্বোধনে আসা অতিথিদের জন্য৷
পান থেকে যেন চুন না খসে সেই ব্যবস্থা করতে খরচে কমতি রাখছে না রাজ্য সরকার।
Comments