ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত
সাভারে সড়ক পার হওয়ার সময় পাথরবোঝাই ট্রাকের চাপায় রশিদ খান (৩৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল ৮টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
রশিদ খানের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার সুকথায় গ্রামে। তার বাবার নাম তাইফুর রহমান। তিনি সাভারে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
সাভার থানার উপপরিদর্শক এনামুল হক দ্য ডেইলি স্টারকে জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক রশিদকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রশিদের মৃত্যু হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করেছে। রশিদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এছাড়া ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
Comments