১৭২ বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে না ফেরানোর পরামর্শ চীনা রাষ্ট্রদূতের
চীনের হুবেই প্রদেশ থেকে ১৭২ বাংলাদেশি শিক্ষার্থীকে ফিরিয়ে না আনার পরামর্শ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।
তিনি বলেছেন, “তাদের মাধ্যমে করোনাভাইরা সংক্রামণের ঝুঁকি আছে। আমি চাই না বাংলাদেশেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ুক।”
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পরে সম্প্রতি চীনের উহান প্রদেশ থেকে ৩১২ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়। দুই সপ্তাহ কোয়ারেন্টাইন শেষে গতকাল রবিবার তারা বাড়ি ফিরে গেছেন। বাংলাদেশ সরকার চীনের নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে।
লি জিমিং পরামর্শ দেন, করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে চীন থেকে কোনো বাংলাদেশি এলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখতে হবে।
বাংলাদেশে থাকা নাগরিকদের আপাতত চীন ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে ঢাকায় চীনের দূতাবাস।
Comments