বাংলাদেশে সেই স্মৃতির পুনরাবৃত্তি চায় জিম্বাবুয়ে
বছর দেড়েক আগের কথা। বাংলাদেশ টেস্ট সিরিজ খেলতে এসেছিল জিম্বাবুয়ে। ঘরের মাঠে টাইগাররা ছিল পরিষ্কার ফেভারিট। কিন্তু সিলেটে দারুণ ক্রিকেট উপহার দিয়ে প্রথম টেস্ট জিতে নেয় সফরকারীরাই। এবারও এমন কিছু করতে চাইছে জিম্বাবুয়ে। মিরপুরে ফিরিয়ে আনতে চাইছে সিলেটের স্মৃতি। এমনটাই বললেন দলের অন্যতম সেরা খেলোয়াড় রেজিস চাকাভা।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে আসে জিম্বাবুয়ে দল। অনুশীলনের ফাঁকে চাকাভা জানালেন নিজেদের লক্ষ্যের কথা, 'বাংলাদেশে (সিলেটে) খেলা আমাদের সেই টেস্টের দিকে নজর দিতে হবে। দেখতে হবে কীভাবে আমরা সেই ম্যাচটি জিতেছিলাম। আমাদের অবশ্যই সেই ম্যাচের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে হবে। বাংলাদেশে অ্যাওয়ে ম্যাচ খেলাটা সত্যিই বেশ কঠিন। আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা সঠিক পথেই আছি। আশা করছি আমরা আগের মতোই এবারও ভালো সময় কাটাতে পারব।'
নিষেধাজ্ঞার কারণে নেই বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। জিম্বাবুয়ের জন্য নিঃসন্দেহে এটা বড় সুযোগ। তবে সিলেটের সেই ম্যাচেও ছিলেন না সাকিব। তা সত্ত্বেও মিরপুরে দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় পেয়েছিল বাংলাদেশ। চাকাভা মনে করিয়ে দিলেন সেই কথা, 'সাকিব অনেক বড় খেলোয়াড়। তবে আমরা এর আগে যখন এসেছিলাম তখন তাকে ছাড়া বাংলাদেশে আরও অনেক খেলোয়াড় রয়েছে। এমনকি সাকিব ছাড়াও বাংলাদেশ মোটেও কম প্রতিদ্বন্দ্বিতামূলক দল নয়।'
বাংলাদেশে বরাবরই স্পিনিং কন্ডিশনে খেলতে হয় জিম্বাবুয়েকে। এবারও হয়তো ব্যতিক্রম কিছু হবে না। তবে এ কন্ডিশন বেশ উপভোগ করছেন বলেই জানান চাকাভা, ' আমরা এ মুহূর্তে এ কন্ডিশন উপভোগ করছি।' তবে টাইগার স্পিনারদের মোকাবেলা করাটা যে বেশ চ্যালেঞ্জের হবে তাও স্বীকার করলেন তিনি, 'তাদের স্পিনারদের মুখোমুখি হওয়ার আগে আমাদের সঠিক পথে থাকতে হবে। এটা খুব বড় চ্যালেঞ্জের তবে আমরা ভালো পারফর্ম করতে আশাবাদী।'
তবে বাংলাদেশের স্কোয়াডের শক্তির দিকে না তাকিয়ে চেয়ে নিজেদের শক্তিমত্তার দিকেই নজর দিচ্ছে জিম্বাবুয়ে। চাকাভার ভাষায়, 'বাংলাদেশ সবসময়ই প্রতিদ্বন্দ্বিতামূলক একটি দল। তবে আমরা বাংলাদেশের স্কোয়াডের চিন্তা না করে নিজেদের দিকে ফোকাস করছি কীভাবে ভালো পারফরম্যান্স করা যায়। আমরা আমাদের শক্তিমত্তার দিকে নজর দিতে চাই এবং মাঝে আমাদের এটা করতে হবে।'
Comments